এই জানা পৃথিবীটার বাইরে যে একটা অন্য জগৎ আছে, আর তার যাওয়া-আসা, দেওয়া-নেওয়া চলে জানা পৃথিবীর সঙ্গে, সেটা না মানলে চলবে কেন। সব জিনিসের বিজ্ঞান সম্মত ব্যাখ্যা থাকতেই হবে এমন নাও তো হতে পারে। ভুত দেখার সৌভাগ্য কি দূর্ভাগ্য আমার হয় নি, কিন্তু তাঁরা যে আছেন ইতিউতি, আর আমি একা হলেই তেনারা বন্ধুত্বের লম্…….বা হাত বাড়াবেন, এ ভয় আমার চিরকালের। ভূত আর মানুষের হ্যান্ডশেকিংটা এখন অতটা হয়তো একপেশে নয়, তাই শুধু শ্মশানে মশানে নয়, এখন “উৎসবে ব্যসনেও তাঁরা” উপস্থিত মাঝে মধ্যে!